রাজনগর থেকে সংবাদদাতা :
রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম গোপনে খবর নিয়ে অভিযান চালালেন রাজনগর উপজেলা সদরের একটি বীজের দোকানে। অতিরিক্ত দামে আমন ধানের বীজ বিক্রি করায় ওই দোকানদারকে ভ্রাম্যমান আদালত ৪ হাজার টাকা জরিমানা করেন। শুক্রবার (১২ জুন) বিকেলে এ অভিযান চালানো হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা সদরে রাজনগর সীড হাউস নামে একটি কৃষি পণ্য বিক্রির দোকানে অতিরিক্ত দামে আমন ধানের বীজ বিক্রি করছিল। রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম শুক্রবার বিকালে ওই দোকান থেকে বিক্রয় করে নিয়ে যাওয়ার প্রয়োজন কৃষকের সঙ্গে আলাপ করেন। ব্রি ধান-৪৯ – বীজ ৩৫০ টাকা (১০ কেজি) ও বিআর-১১ ৪০০ টাকা (১০ কেজি) করে বিক্রি করছে বলে জানাই। এ সময় তিনি কৃষকদের কাছে নেওয়া নিয়েছেন কিনা জানতে চান। কৃষকরা মেমো না নেয়ায় তিনি ওই দোকানে গিয়ে উল্লেখিত দামের সংগ্রহ করেন। সাথে সাথে বিষয়টি রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল কে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়কে ঘটনাস্থলে পাঠান। সহকারী কমিশনার (ভূমি) ভূমি উর্মি রায় ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এতে ওই বিক্রেতাকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৪০০০ টাকা জরিমানা করা হয়।