নৌকা চড়ে খুকি :
পাল তুলে ঐ নৌকা চলে
মধুমতীর বুক চিরে,
হরেক রকম যাত্রীরা যায়
ঘেঁষাঘেঁষির খুব ভিড়ে।
ঘরের বাইরে ছোট্ট খুকি
বায়না ধরে মায়ের কোল
শিখাও আমায় ভিন দেশি ঐ
মাঝির কণ্ঠে মজার বোল।
যাত্রীরা সব হাত নেড়ে দেয়
মিষ্টি খুকি দেখো ঐ;
তোমার জন্য আনছি আমরা
শালি ধানের চিড়া, খৈ।
মায়ের আঁচল ধরে খুকি
বলে,” চলো নৌকা যায়,
নানু বাড়ির দেশে যাব
দেখো আমার নূপুর পায়।”
দেখো না মা বিয়ের সাজে
নৌকা চড়ে বর- কণে,
দেখে আসি আমরা সবে
নতুন বউটা এই ক্ষণে।