বেলা শেষে

31

রহমত উল্লাহ্

বেলা শেষে নতুন বেশে,
যেতে হবে আপন দেশে!
পাল্কি চরে যাব ও’রে-
আমার সাধের মাটির ঘরে।

বন্ধু স্বজন আসবে যারা
চোখের জলে ভাসবে তারা!
হবো সেদিন সর্বহারা
ছারতে হবে ভবোপাড়া!

কেউ কি যাবি-আমার সাথে?
মাটির ঘরের সঙ্গী হতে?
বিদায় দিবি খালি হাতে,
ছটফটাবো যন্ত্রণাতে!

বরই পাতা গরম পানি-
হবে আমার গোসল খানি।
চুপটি করে থাকব আমি!
বুঝব সেদিন কে’যে-দামি!

থাকতে বেলা করছি হেলা!
মেতে ছিলাম পুতুল খেলা!
আজকে আমার একি জ্বলা?
এসে দেখি সন্ধ্যেবেলা!