ইমজা-মাহা ২য় মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্ট ॥ দুই ম্যাচ সমতায় শেষ, এগিয়ে শুভ প্রতিদিন

61

ইমজা-মাহা ২য় মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টের গ্র“প পর্বের দ্বিতীয় দিনের দুটি খেলা ড্র’য়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রথম খেলায় দৈনিক শুভ প্রতিদিন বনাম দৈনিক শ্যামল সিলেটের মধ্যে ০-০ গোলে ড্র হয়। দ্বিতীয় খেলায় দৈনিক সংবাদ বনাম দৈনিক উত্তরপূর্বের মধ্যে ১-১ গোলে ড্র হয়।
দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে জয় পেয়ে ফুরফুরে মেজাজে থাকা দৈনিক শুভ প্রতিদিন মাঠে নামে দৈনিক শ্যামল সিলেটের প্রতিপক্ষ হয়ে। প্রথমার্ধ্বে উভয় দল অগুচালো খেলা খেললেও দ্বিতীয়ার্ধ্বে অনেকগুলা সুযোগ সৃষ্টি করে তারা। তবে গোলের দেখা কেউই পাচ্ছিল না। দৈনিক শ্যামল সিলেটের ডিফেন্ডার সুনীল সিংহ দৈনিক শুভ প্রতিদিনের বিপক্ষে যেন প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। শেষ অবদি ০-০ গোলে ড্রয়ে খেলার শেষ বাঁশি বাজে।
এ খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন দৈনিক শ্যামল সিলেটের খেলোয়াড় সুনীল সিংহ।
সাড়ে ৩টায় মাঠে নামে দৈনিক সংবাদ বনাম দৈনিক উত্তরপূর্ব। প্রথম ম্যাচে দৈনিক উত্তরপূর্ব ড্র করে ১ পয়েন্ট ও দৈনিক সংবাদ হেরে যাওয়ায় ০ পয়েন্ট নিয়ে খেলতে নামে। প্রথম ম্যাচ হেরে অনেকটা চাপ নিয়ে মাঠে নামে দৈনিক সংবাদ টিম। খেলা শুরু হলে জয়ের জন্য তারা মরিয়া হয়ে উঠে। উত্তরপূর্বের দুর্গে বারবার আক্রমন চালাতে তাকে তারা। কিন্তু ভাগ্য যেন তাদের সাথে ছিল না। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই সংবাদের কর্ণার শর্ট থেকে স্ট্রাইকারের বাড়ানো বল দৈনিক উত্তরপূর্বের গোল বারে লেগে ফিরে আসে। এমন আরো সুযোগ পায় সংবাদ দল। কিন্তু এরপর বাধা হয়ে দাঁড়ান উত্তরপূর্ব দলের গোলরক্ষক সাজু। দারুণ নৈপুণ্য দেখিয়ে সংবাদ দলের অভিজ্ঞ খেলোয়াড়দের শর্ট ফিরিয়ে দেন তিনি। এছাড়া উত্তরপূর্ব দলের মিডফিল্ডার অলি, দিব্য ও অপু সমন্বয় গড়ে সংবাদের জালে বল জড়ানো চেষ্টা চালিয়ে যান।
দ্বিতীয়ার্ধ্বে উত্তরপূর্বের কাউন্টার এ্যাটাক, দৈনিক সংবাদের গোলরক্ষককে বোকা বানিয়ে দিব্য’র বাড়ানো বলে গোল করে নিজ দলকে এগিয়ে নেন কুহিনুর। তবে বেশি সময় এগিয়ে থাকতে পারেনি উত্তরপূর্ব। সংবাদ দলের খেলোয়াড় মান্নার বাড়ানো বল গোল পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শর্টে গোল করেন নুর। ১-১ গোলে সমতায় শেষ হয় খেলা।
এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দৈনিক উত্তরপূর্বের গোলরক্ষক সাজু।
আগামী রবিবার এ টুর্ণামেন্টের গ্র“প পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় দৈনিক সংবাদের মুখোমুখি হবে দৈনিক শ্যামল সিলেট। দুপুর ৩টায় মুখোমুখি হবে দৈনিক শুভ প্রতিদিন বনাম দৈনিক উত্তরপূর্ব।
গ্র“প পর্বের খেলায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দৈনিক শুভ প্রতিদিন। তাদের পয়েন্ট টেবিলে জমা হয়েছে ৪ পয়েন্ট। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে পাশাপাশি অবস্থানে রয়েছে দৈনিক শ্যামল সিলেট ও দৈনিক উত্তরপূর্ব। দৈনিক সংবাদ এখন পর্যন্ত ১ পয়েন্ট রয়েছে সবার শেষে। বিজ্ঞপ্তি