গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন আরও ১৯ পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর

7

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন আরও ১৯ পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে গৃহহীন ১৯ পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন।
এদিকে এর আগে দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের মধ্যে বিভিন্ন চারা ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। এসময় ৭০টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের চারা ও বীজ বিতরণ করা হয়।