উন্নত মম শীর

13

আনোয়ার আল ফারুক

তোমার টান টান বক্ষজোড়ায় ছিল জ্বলন্ত আগুনের লেলিহান শিখা,জুলুমের আখড়া পুড়ে ছাঁই হতো তোমার অগ্নিশিখার তাপে,

চোখের চাহনীটাও ছিল সাংঘাতিক আপেক্ষিক,

এখানে বিশ্বাসীর খুঁজে পেত মায়া-মমতা প্রেম- প্রীতি ভালোবাসা আর অবিশ্বাসীদের জন্য ছিল সীমাহীন আতঙ্ক।

তোমার মুখে ছিল সাম্যের আহ্বান আর হাতে ছিল অন্যায় প্রতিরোধের জুলফিকার।

তুমি ছিলে আপোষহীন এক সৈনিক,মানবতার নিঃস্বার্থ ফেরিওয়ালা।

পৃথিবী তোমায় নিরবে খুঁজে ফিরে, তোমার বিরহে অশ্রুফোঁটা ঝরায়।

এসো তুমি ফের এই ধরায়, আবার হাঁকো বিদ্রোহের সুরে আর বলে যাওথ

বলো বীর, বলো উন্নত মম শীর………।