পরিবহন মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের যৌথ সভা ॥ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

42
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আয়োজিত সমঝোতা বৈঠকে বক্তব্য রাখছেন জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সভাপতি ও সমন্বয় ঐক্য পরিষদের আহবায়ক ও পরিবহন ব্যবসায়ী গোলাম হাদী ছয়ফুল।

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বরের রিয়াজ কমপ্লেক্সস্থ জেলা ট্রাক মালিক গ্র“পের অস্থায়ী কার্যালয়ে আন্দোলনের সাথে জড়িত সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন সিদ্ধান্তের আলোকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। গত রবিবার থেকে চলছিলো ঐ পরিবহন ধর্মঘট।
সিলেট জেলা ট্রাক মালিক গ্র“পের কার্যকরি সভাপতি ও সমন্বয় ঐক্য পরিষদের আহবায়ক, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী গোলাম হাদী ছয়ফুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আপোষ বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে বহিরাগত গাড়ি প্রবেশ করতে পারবে, কিন্তু কোন প্রকার লকাল টিপ দিতে পারবে না। তাছাড়া সরকারে নীতিমালা অনুসারে ৪শ ফুট লোড নিয়ে ট্রাক গাড়ি চলাচল করবে। পাশাপশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য সকল সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়। সিলেট জেলা ট্রাক মালিক গ্র“পের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ এর পরিচালনায় সমঝোতা বৈঠকে বক্তব্য রাখেন. সিলেট জেলা ট্রাক মালিক গ্র“পের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল মেম্বার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানী সমিতির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ আমদানীকারক গ্র“পের সহ সভাপতি বশির আহমদ, সদস্য সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ মিল মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারী হাজী আলকাছ আলী, সদস্য আব্দুল হেকিম, সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ চৌধুরী নিপু, দফতর সম্পাদক আবুল কালাম কাজল, কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিমান বন্দর থানা ট্রাক মালিক গ্র“পের কার্যকরি সভাপতি হাজী নাসির উদ্দিন, জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জোবের আহমদ, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, নির্বাহী সদস্য আলী আহমদ, আব্দুল মতিন ভিআইপি, লায়েছ আহমদ, বিমান বন্দর থানা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাজী মাসুক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রথম কার্য নির্বাহী সদস্য মোঃ নুরুল আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি