কাজিরবাজার ডেস্ক :
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (৭ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম (শেষ) ধাপে সারা দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেট ও সুনামগঞ্জের ৮টি ইউনিয়ন। এই ৮টির মধ্যে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে নৌকার মনোনয় পেয়েছেন মো. আব্দুল মতিন। বাকি ৭টির মধ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল খায়ের, শ্রীপুর দক্ষিণে বিশ্বজিৎ সরকার, বড়দল উত্তরে মো. জামার উদ্দিন, বড়দল দক্ষিণে মো. সাইফুল ইসলাম, বাদাঘাটে মো. সুজাত মিয়া, তাহিরপুর সদরে মো. মোতাহার হোসেন আকঞ্জি শামিম ও বালিজুরিতে মো. আতাউর রহমান নৌকা প্রতীক পেয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, শেষ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।