আবু আফজাল সালেহ
বয়ে চলে নদী গ্রাম
পথঘাট প্রান্তর পেরিয়ে বহুদূর
পালতোলা নৌকা তার বুকে, সবুজে সুফলা দু’তীরে
কৃষ্ক পথচারী জিরিয়ে নেয় স্নিগ্ধ বাতাসে, নদী ধারে।
এভাবেই বিলিয়ে চলে নদী
গতিপথ আটকে দেয় মানুষ
সৃষ্টি হয় ক্ষত, থোক থোক
তবুও ছুটে চলে সে
চলতে চলতে এক সময় ক্লান্ত হয়ে যায়
নদীর ভালোবাসার ঝলক শেষ হয় সমুদ্রে।