বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজার উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নিদের্শনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর করের নেতৃত্বে এসআই মো. কামরুল আলম ও সঙ্গীয় অফিসার-ফোর্স গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম এলাকায় এ অভিযান চালান।
আটককৃত ব্যক্তি উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামের মোস্তফার ছেলে নাজিম উদ্দিন (৩৪)। এসময় তার পরিহিত লুঙ্গির ঘোচের মধ্য হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৪ লক্ষ টাকা।
পুলিশ জানায়- আসামীদের আটক করার সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হলেও বাকি দুই জন পালিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে নাজিম উদ্দিন বলে, তার সাথে আরো দুজন সহযোগী ছিল। তারা হচ্ছে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর নয়াটিলার মৃত ফলিক আলীর ছেলে নানু মিয়া (৩৮) ও লাউতা ইউনিয়নের বারইগ্রাম এলাকার আফতাব উদ্দিনের ছেলে রায়হান (৩২)। তারা ইয়াবা ট্যাবলেটগুলো জকিগঞ্জ উপজেলার বরইতল গ্রামের মাদক ব্যবসায়ী আলতাফ হোসেন (৩৫) এর কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানায়।
এ ঘটনায় আটক নাজিম উদ্দিনসহ পলাতক নানু মিয়া ও রায়হান এবং মাদক ব্যবসায়ী আলতাফ হোসেনদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার এসআই কামরুল আলম বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলা নং-১২, তারিখ-১২/০৭/২০১৯খ্রি:, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়।