আহমেদ কবির
এক সেকেন্ডের নাই ভরসা
রঙের দুনিয়াতে,
দম ফুরালে দমের পাখি
রবে না খাঁচাতে।
খানিক আগে দেখে গেলে
বলছে বুলি কেহ,
খানিক পরে দেখতে পারো
তাহার নিথর দেহ!
মাটির দেহ মাটিতে ঐ
পরাণ পাখি নেই তো?
ভাবতে গেলে অবাক হবে
দেখে গেলাম এই তো!
ময়না পাখি কোথা গেল
মাটির পিঞ্জর ছাড়ি?
কেমন করে বিকল হল
তাহার মানব গাড়ি?
লাভ কি গড়ে বাড়ি,গাড়ি
পাহাড় করে টাকার?
দুই দিনেরই দুনিয়া নয়
চিরস্থায়ী থাকার।