গ্রীষ্মের ফুল

42

আহমাদ মুস্তাকীম

গ্রীষ্মের ফুলগুলো
লাগে খুব বেশ
মধুময় গন্ধের
কাটে না যে রেশ।

বেগুনি হলুদ কিবা
টুকটুকে লাল
নানা রঙে ফোটে ফুল
গ্রীষ্মের কাল।

মল্লিকা বেলি আর
কৃষ্ণচূড়ায়
ভোর হলে মধুময়
গন্ধ ছড়ায়।

লাল চাঁপা সাদা চাঁপা
আরো কত ফুল
রাধাচূড়া বকুল আর
হিজল জারুল।

ফুলের এ সৌরভে
ভরে যায় মন
হাসিখুশি ফুরফুরে
থাকি সারাক্ষণ।