বড়শালায় গ্রীণ বাংলা বিস্কুট ফ্যাক্টরিকে কারাদন্ডসহ এক লক্ষ টাকা জরিমানা

28
ভেজাল বিরোধী অভিযানে গ্রীণ বাংলা ফুড বিস্কুট কোম্পানীকে জরিমানা প্রদান করে র‌্যাব-৯।

স্টাফ রিপোর্টার :
শহরতলীর বড়শালায় একটি বিস্কুট ফ্যাক্টরীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ফ্যাক্টরির মালিককে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট রোডের বড়শালায় অবস্থিত গ্রীণ বাংলা ফুড প্রোডাক্টস নামে বিস্কুট ফ্যাক্টরিকে এ জরিমানা ও কারাদন্ড দেয়া হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর কমান্ডিং অফিসার (সিও) উইং কমান্ডার আসাদুজ্জামানের নেতৃত্বে ও র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার। সকাল সাড়ে ১০টার থেকে দুপুর ১২টা পর্যন্ত চালানো এই ভেজাল বিরোধী অভিযানে মালিকপক্ষের দায়িত্বে অবহেলা ও শ্রমিকদের ঝুঁকিপূর্ণ পরিবেশে ফ্যাক্টরিতে কাজ করানোর অভিযোগে ফ্যাক্টরির মালিক আশিক মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদন্ড প্রদান করে।