১৪ অক্টোবর শনিবার ৪৮তম বিশ্ব মান দিবস উদ্যাপিত হবে। উক্ত মান দিবসের প্রতিপাদ্য বিষয় “ঝঃধহফধৎফং গধশব ঈরঃরবং ঝসধৎঃবৎ” যার ভাবার্থ- “নান্দনিক নগরায়নে মান”। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় মান সংস্থা বিএসটিআই’র উদ্যোগে প্রতি বছরের মত এবারও দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদ্যাপন করা হচ্ছে। ৪৮তম বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই আঞ্চলিক অফিস, সিলেট এর উদ্যোগে মোঃ রাহাত আনোয়ার, জেলা প্রশাসক, সিলেট এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, কমিশনার, সিলেট বিভাগ, সিলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খন্দকার সিপার আহমদ, সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট এবং জামিল চৌধুরী, সভাপতি, ক্যাব, সিলেট; মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মোঃ জহির বিন আলম অধ্যাপক, পুর ও পরিবেশ কৌশল বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। বিজ্ঞপ্তি