স্টাফ রিপোর্টার :
নগরীর শেখঘাট কলাপাড়ায় গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূর পিতা সুভাষ চন্দ্র চৌধুরী বাদি হয়ে মেয়ের জামাতা লক্ষণ দাশকে একমাত্র আসামী করে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। যার নং ৪৪(৪)১৯।
গতকাল মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, নগরীর শেখঘাট কলাপাড়ার একটি বাসা থেকে গৃহবধুর রাজনা চৌধুরীর লাশ উদ্ধার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার নিহতের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে রাজনাকে হত্যা করা হয়েছে। তার স্বামী লক্ষণ পলাতক রয়েছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত রাজনার পলাতক স্বামী লক্ষণ দাশের খবর পুলিশ পায়নি বলে জানান তিনি।
নিহত গৃহবধূ রাজনা চৌধুরী নেত্রকোণা জেলার মদন থানার কদমশ্রী গ্রামের সুভাষ চন্দ্র চৌধুরীর মেয়ে। তার স্বামী লক্ষণ দাশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট সিটি করপোরেশনের গাড়িচালক পদে চাকরিরত ছিলেন।