কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আসলাম উদ্দিন বলেছেন, সিলেটে আধুনিক শিক্ষা প্রসারে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আরো বেশি আন্তরিক হতে হবে। শিক্ষা ব্যয় কমানোর জন্য সেশন ফি বা পুন:ভর্তি ফি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এর মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাবে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অভিভাবকদের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
গতকাল সোমবার বিকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবক এবং স্কুলের কর্তৃপক্ষের সাথে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সকল শিক্ষা প্রতিষ্ঠানকে হাইকোর্টের নিদের্শনার আলোকে ৩১ মার্চের মধ্যে অভিভাবকদের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠনের আহবান জানান। ম্যানেজিং কমিটি কর্তৃক নির্ধারিত শুধুমাত্র প্রয়োজনীয় খাতগুলোতে ফি আদায় করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন। সভায় সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলের কর্তৃপক্ষকে বিভিন্ন বেনামীয় ফি গ্রহণ থেকে বিরত থাকার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মুকিত অপি। এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি কয়েস উদ্দিন আহমদ, সহ সভাপতি মঞ্জুর আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ বাহারুল ইসলাম রিপন, তাহেদুর রহমান, জাবেদুর রহমান, আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক নাদিম আহমদ, এডভোকেট জয়শ্রী দাস জয়া, মুজাহিদ খান গুলশান, মো. রয়ফুল হক, রুয়েব আহমদ, সৈয়দ গুলজার আহমদ,নোমান আহমদ। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পক্ষে বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী, মুহিবুর রহমান একাডেমীর কো-অর্ডিনেটর আশরাফুল ওয়াদুদ, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম. হোসাইন আহমদ, আনন্দ নিকেতন স্কুল এন্ড কলেজের চীফ একাউন্ট্যান্ট আশীষ পুরকায়স্থ। বিজ্ঞপ্তি