অধিনায়ক স্মিথের হাফ সেঞ্চুরিতে রাজস্থানের জয়

24
Steve Smith captain of Rajasthan Royals bats during match 36 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Rajasthan Royals and the Mumbai Indians held at the Sawai Mansingh Stadium in Jaipur on the 20th April 2019 Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
আট ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। দলের এমন করুণ অবস্থার পর অজিঙ্কা রাহানেকে সরিয়ে নতুন করে স্টিভেন স্মিথকে অধিনায়ক করে দলটি। স্মিথের অধিনায়কত্বে আজ প্রথম ম্যাচ খেলতে নামে রাজস্থান। আর প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন স্মিথ। নিজে ভালো খেলেছেন, তার দলও জিতেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে আছে। আর ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে মুম্বাই।
এদিন রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের পক্ষে ওপেনার কুইন্টন ডি কক ৪৭ বলে ৬৫ রান করেন।
পরে রাজস্থান ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ২৯ বলে ৪৩ রান করেন রায়ান পরাগ। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান স্টিভেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৫ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস।
মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংস: ১৬১/৫ (২০ ওভার)
(কুইন্টন ডি কক ৬৫, রোহিত শর্মা ৫, সূর্য্যকুমার যাদব ৩৪, হার্দিক পান্ডিয়া ২৩, কাইরন পোলার্ড ১০, বেন কাটিং ১৩*, ক্রুনাল পান্ডিয়া ২*; স্টুয়ার্ট বিনি ১/১৯, ধাওয়াল কুলকারনি ০/৩১, শ্রেয়াস গোপাল ২/২১, জফরা আর্চার ১/২২, জয়দেব উনাদকাত ১/৪৬, রায়ান পরাগ ০/১৭)।
রাজস্থান রয়্যালস ইনিংস: ১৬২/৫ (১৯.১ ওভার)
(অজিঙ্কা রাহানে ১২, সঞ্জু স্যামসন ৩৫, স্টিভেন স্মিথ ৫৯*, বেন স্টোকস ০, রায়ান পরাগ ৪৩, অ্যাশটন টার্নার ০, স্টুয়ার্ট বিনি ৭*; হার্দিক পান্ডিয়া ০/৩১, ক্রুনাল পান্ডিয়া ০/২৪, লাসিথ মালিঙ্গা ০/২৭, রাহুল চাহার ৩/২৯, জ্যাসপ্রীত বুমরাহ ১/২১, মায়াঙ্ক মারকান্দে ০/২৪)।
ম্যাচ সেরা: স্টিভেন স্মিথ (রাজস্থান রয়্যালস)।