মতবিনিময় সভায় বক্তারা ॥ যেকোন মূল্যে ওরাঁওদের ভূমি রক্ষায় বিবেকবান সবাইকে এগিয়ে আসার আহবান

24

DSCN1762 copyওরাঁও আদিবাসী ভূমি রক্ষা কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম সিলেট, স্থানীয় সুশীল সমাজ ও প্রগতিশীল রাজনীতিবিদদের নিয়ে সিলেট সদর উপজেলার বালুচরের চন্দন টিলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। ওরাঁও আদিবাসী ভূমি রক্ষা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড লোকমান আহমদ, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সদস্য হুমায়ুন রশীদ সুয়েব, বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, সাম্যবাদী দল সিলেটের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, সাম্যবাদী দলের সদস্য ব্রজ গোপাল চৌধুরী, ন্যাপ মহানগর সিলেটের সভাপতি মোঃ ইসহাক আলী, জাসদ সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট মোহিত লাল ধর, উন্নয়ন সংগঠন পাসকপ এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলার সভাপতি ইন্দ্রানী সেন, ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি স্বপন দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সদস্য নাজমুল ইসলাম, আদিবাসী নেতা দানেশ সাংমা, মারিয়ান চৌধুরী, পূর্ণচরণ গঞ্জু, মানবাধিকার কর্মী সমেন্দ্র সিংহ, নিপেন্দ্র সিংহ, বিকেশ রঞ্জন দাস, সারথী ওঁরাও, মিলন ওঁরাও, সিপা ওঁরাও, অরুন মাল প্রমুখ।
উল্লেখ্য যে, স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মতবিনিময় সভা শুরুর পূর্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান মছব্বির আলী কর্তৃক ওরাঁওদের বেদখলকৃত ভূমি ও টিলা কাটার দৃশ্য ঘুরে দেখেন এবং সিলেট বিভাগীয় শহরের একেবারে সন্নিকটে প্রশাসনের নাকের ডগায় একজন জনপ্রতিনিধির সরাসরি জড়িত হয়ে পরিবেশ বিরোধী এসকল কার্যকলাপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে তারা অতিসত্বর প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে একটি মতবিনিময় সভা আয়োজনের কর্মসূচি ঘোষণা করেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা না হলে স্থানীয় সকল মহলের সহযোগিতায় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তি