ফাগুনের মুগ্ধ প্রহর

25

আয়েশা সিদ্দিকা আতিকা

ফাগুণের এই প্রহরে
আমার মন শহরে
ভালো লাগা কাজ করে
মনের মাঝে তাই
কোন সে মুগ্ধতায়
মনটা যায় শুধু ভরে।

কোকিলের মধুর সুর
দূর থেকে বহুদুর
শুনি মুগ্ধ হয়ে খুব
কুহু কুহু সুর
এত্ত বেশি মধুর
তার মাঝেতে দেয় ডুব।

রঙিন কৃষ্ণচূড়া ফুল
মন করে আকুল
প্রকৃতির মাঝে ভালো লাগা
দেখি আমি যত
ছন্দ সুর শত
মনেতে হাজারো স্বপ্ন জাগা।

আজ এই ফাগুনে
মনের ছোট কোণে
শুধু ভালো লাগার আবেশ
তাইতো শুধু আমার
প্রহরটা ভালো লাগার
সৌন্দর্য ঘেরা আমার দেশ।