ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলালীগের সহ-সভাপতি বেগম শামসুন্নাহার, সহ-সভাপতি আছিয়া শিকদার,জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, যুগ্ম সম্পাদক মাধুরী গুণ, জাহানারা খানম মিলন, জেলা মহিলালীগের তথ্য বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, ডা. নাজরা চৌধুরী, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুন্নেছা শেলী, মারিয়াম চৌধুরী মাম্মি, সুষমা সুলতানা রুহি, পারভীন আক্তার রেনু, জাহানারা খানম মিলন, হাসিনা মহিউদ্দিন, শিপা বেগম সুপা. রাশিদা খানম. সাহিদা পারভীন, মাহমুদা নাজিম রুবি, রেহেনা পারভীন, খোদেজা ইসলাম দীনা, সাবিনা ইয়াছমিন, হামিদা খানম লনি,শাহানা বেগম, হাসিনা আক্তার,শামীমা আরা বেবী, স্বপ্না গাজী. রোকসানা পারভীন, নাজনীনা তৈয়ব, জেসমিন আক্তার মিলু, সৈয়দা দিলওয়ারা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন ফেনীতে আলিয়া মাদারসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও নিষ্ঠুর ভাবে অগ্নিদগ্ধ করে হত্যার ঘটনা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানিয়েছে। পাশবিক হত্যাকান্ডের আসামীদের আইনের আওতায় আনা হয়েছে। বর্তমান সরকারের আমলেই এসব হত্যা কান্ডের জন্য বিচার বিভাগ ট্রাইব্যুনাল আইন চালু হয়েছে। খুনীদের হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি প্রদানের জোর দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি