জিল্লুর রহমান পাটোয়ারী
আষাঢ় এলো বর্ষা নিয়ে,
অপুদের পুকুরে –
সকাল সন্ধ্যা ব্যাঙ ডাকছে,
অবসর নাই দুপুরে।
কাগজের নৌকা ভাসিয়ে জলে,
নাচে দেখ খুকুরে –
কানায় কানায় জল ভরেছে,
অপুদের পুকুরে।
খেলার সাথী করে মাতামাতি,
মাথায় ধরেছে ছাতি –
কুনো ব্যাঙের গলা ফুলেছে,
বলছে ব্যাঙের নাতি।
সোনা ব্যাঙের মাথায় হাত,
গেছো ব্যাঙের হাসি –
কুনো ব্যাঙ বুঝি যায় মারা,
গলায় দিয়ে ফাঁসি।