কবির কাঞ্চন
রাতে ঘুমায় প্রাতে ঘুমায়
ঘুমায় দুপুর ক্ষণে
লোকটা তবু চাকরি করে
হাসিখুশি মনে।
সবার আগে বৌয়ে রাগে
রাগে যে তার মায়ে
লোকটা তবু চাকরি করে
হাওয়া লাগায় গায়ে।
বস-এ শাসায় কলিগ ফাঁসায়
ফাঁসায় পাশের লোকে
লোকটা তবু চাকরি করে
ঘুমকাতুরে চোখে।
গভীর ঘুমে দুঃখ চুমে
চুমে বিষাদস্মৃতি
লোকটা তবু চাকরি করে
বজায় রাখে রীতি।
সবার পরে বস-এ ধরে
ধরে কর্তৃপক্ষ
লোকটা তবু চাকরি করে
কাঁপে না তার বক্ষ।
অবশেষে ঘুমে ফেঁসে
চাকরি গেলো চলে
লোকটা এখন কেঁদে মরে
সব হারানোর দলে।
কর্মদোষে চাকরি গেলো
ভাসছে এখন শোকে
লোকটা এখন চাকরি খোঁজে
নিদ্রাহীন দুই চোখে।