ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত

33

স্টাফ রিপোর্টার :
সারাবিশ্বের ন্যায় সিলেটেও গত শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। মুসলমানদের কাছে আশুরার এ দিনটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ নানা ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়। তাই মুসলিম ধর্মের মানুষের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, তবে শিয়া মতাবলম্বীদের কাছে এটি বিষাদের দিন।
মহানবী হযরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এই দিনে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। শোকের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ ওই দিনেই পৃথিবী সৃষ্টি করেছেন এবং ওই দিনেই পৃথিবী ধ্বংস হবে। এ উপলক্ষে শুক্রবার ছিল ছুটি।