আজি বৈশাখে

51

মো: হাসান মাহমুদ

আজি বৈশাখে
সবুজ শাখের শীখে
তপন দীপ্ত হাসে চিকচিক
আমোদে উল্লাসিত রূপে চারদিক।

ঘুমন্ত দুপুরে আজি বৈশাখে
সবুজ কান্তার পল্লির বাঁকে
ধরার রূপেকুঞ্জ সব ভূস্বামীর দেয়া
আজি উজ্জলা বৈশাখা রূপেরও খেঁয়া।

শান্ত তনুর আজি বৈশাখে
কিচিমিচি প্রভাতের পূর্বাকাশে
আদিত্যের মহা পতাপা অঙ্গ
কাননা দেখায় আজ বৈশাখী রঙ্গ।

অশান্ত বিকেলের আজি বৈশাখে
সর্ব তনুময় যৌবনে গোধুলি জাঁগে
গহনও আজি অঙ্গরস বিলাতে ব্যাকুলা
রূপের যতনায় উন্মাদ বৈশাখী সুজলা।

অরণ্য কাননের আজি বৈশাখে
কুসুমা পসূন-রঙ্গন মুকুলা পরাগে
ভ্রমরা উতলা আজি কমল আলিঙ্গনে
সমির-সমিরন করছে মিলন বৈশাখী কাননে।

ফলের বাজারে আজি বৈশাখে
কাঁঠালীয়া কুঞ্জের উন্মাদ সুভাসে
আজি উজ্জল কামনায় গোধূলির কাব্যিক রবি
সুজলার রূপের অঙ্গরস পানে তুষ্ঠ আমি বৈশাখী কবি।