সিলেটে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ॥ জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে

42
বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীতে র‌্যালী বের করা হয়।

জেলা বিএনপি : বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির ২ দিনের কর্মসূচির ১ম দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া ও খাবার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।
এই উপলক্ষে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল ও শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুন রশিদ মামুন, আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাব উদ্দিন, জালাল উদ্দিন, একেএম তারেক কালাম, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, সাবেক সহ-ধর্ম সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাদ যোহর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নগরীর কোর্ট পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, সদর উপজেলা টুকের বাজার সহ বিভিন্ন স্পটে প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ, আদর্শবান, নির্ভীক ও সাচ্ছা দেশপ্রেমিক ছিলেন। তার আদর্শকে অনুসরণ করেই আমাদের পথ চলতে হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
মহানগর বিএনপির : একদলীয় দুঃশাসন ব্যবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা করতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শে গড়া এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতির কল্যাণের কথা বিবেচনা করে কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারকবাহক বিএনপি। জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বর্তমান পরিস্থিতি, দলীয় রাজনীতিসহ নানান বিষয় নিয়ে ভাচুয়াল সভায় আলোচনা হয়। ভার্চুয়াল সভায় সিলেটে বিএনপিকে শক্তিশালী করতে বিভিন্ন মতামত ব্যক্ত করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির ভার্চুয়াল সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহমদ।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড এম. জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির অন্যতম সদস্য ড. এনামুল হক চৌধুরীর, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি হুমায়ুন কবির শাহিন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাহবুব কাদির শাহী, যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা শিশু কিশোর সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ প্রমুখ।
জেলা ও মহানগর ছাত্রদল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে শিরণী বিতরণ করা হয়েছে।
১ সেপ্টেম্বর নগরীর রিকাবীবাজার পয়েন্ট জনসাধারণের মধ্যে এই শিরণী বিতরণ করেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
শিরণী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর শাখার সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিব, জেলা শাখার সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর শাখার সহ-সভাপতি তানভির আহমদ চৌধুরী, মহানগর শাখার যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, জেলার শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলার যুগ্ম সম্পাদক আলী আকবর সজন রাজন, যুগ্ম সম্পাদক দুলাল রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক মেহরাজ ভূঁইয়া পলাশ, মহানগর শাখার সহ-সাংগঠনিক মাহবুবুল আনম সৌরভ, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক মুক্তার আহমদ, সদস্য সচিব মাকসুদুল করীম, ল’ কলেজ ছাত্রদল সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ প্রমুখ।
মহানগর যুবদল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও রক্তদান কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটির সেন্টারে আয়োজিত কর্মসূচিতে সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব ও যৌথ নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির কর্মসূচি থেকে নগরীর কোর্ট পয়েন্টে শিরনী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব।
শিরণী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, আব্দুল্লাহ শফি শাহেদ, জেলা যুবদলের সদস্য লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ, মহানগর শাখার সদস্য এম. এ. মতিন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলার শাখার সদস্য ফখরুল ইসলাম রুমেল, মাহফুজ চৌধুরী, আলী আহমদ আলম, মহানগর সদস্য জামিল আহমদ, ওসমান গণি, মকসুদুল করিম নোহেল, মতিউর রহমান আফজল, মহানগর সদস্য ইছহাক আহমদ, আব্দুর রহিম। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, যুবদল নেতা রহিম আলী রাসু, এনামুল হক সোহেল, শহীদুজ্জামান সুমন, বদরুল ইসলাম, জুনেদ আহমদ, নাজির আহমদ, সজিবুর রহমান রুবেল, হাসান আহমদ রাসেল, শাহেল নয়ন, আব্দুল হাদি স্বপন, আমির আলী, আব্দুল গণি, নাসির আহমদ সেপুল, রিজভী জামাল, নাহিয়ান আহমদ রিপন, নাজিম আহমদ, আলম আহমদ, জাকুয়ান আহমদ, মিজান আহমদ, লিপু প্রমুখ।
জেলা ও মহানগর শ্রমিক দল : সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই প্রতিবার্ষিকীর শপথ। ‘এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একটাই অঙ্গীকার গণতন্ত্র উদ্ধার সহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের যৌথ উদ্যোগে র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার সকালে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সিটি পয়েন্ট থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়ার সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও লিটন আহমদ এর যৌথ পরিচালনায় অনুুুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক সিদ্দিকী, আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহবুবুল হক চৌধুরী, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি সুরমান আলী, সিনিয়র সহ-সভাপতি মাশুক এলাহী চৌধুরী, জেলা জাসাস এর সাধারন সম্পাদক জয়নাল আহমদ রানু, জেলা বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল ও কামরুজ্জামান দিপু।
এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক দলনেতা আব্দুল মুকিত,আব্দুল লতিফ, শাহনুর আহমদ চৌধুরী, মনির আহমদ,আব্দুল আওয়াল, নুর ইসালাম বাচ্চু, সেলিম আহমদ, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম, রেজা, ফয়সল, জাহাঙ্গীর, লিটন, চান মিয়া, ছালেক আহমদ, ফরহাদ, দীপু আহমদ, জুমির আলী, গোলাম মোস্তফা, লায়েক আহমদ, শাহজান, রফিক মিয়া, আব্দুল হাশিম, নিজাম, রাসেল, রুবেল, শেখ করিম, মহানগর শ্রমিক দলনেতা আব্দুল আহাদ, ইসমাইল হোসেন, শফিকুর ইসলাম বাচ্ছু, নুর ইসলাম, খোকন ইসলাম, খোকন আহমদ, সভায় আরিফুল হক চৌধুরীর হাতে ফুল দিয়ে সিলেট জেলা জাতীয় মোটর শ্রমিক পাটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্ব প্রায় শতাধিক নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেও প্রতি আস্তা জ্ঞাপন করে জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন। বিজ্ঞপ্তি