বৈশাখ এলো

41

দিপংকর দাশ

বৈশাখ এলো দেশের বুকে
চলছে আয়োজন,
পড়ছে সবাই নতুন পোশাক
আনন্দের এই ক্ষণ।

সবার মনে খুশির জোয়ার
গাইছে নতুন গান,
মিষ্টি দধি নানান খাবার
আরো মিষ্টি পান।

বটতলাতে ক্যাচর ক্যাচর
নাগরদোলার সুর,
কিনতে পুতুল খোকা-খুকির
দোকানে ঘুরঘুর।

পুরনো সব দুঃখ ভুলে
নতুন আহবান,
হালখাতারই ভাঁজে ভাঁজে
নতুন রেখার টান।

বৈশাখ এলে এমনি করে
মেতে উঠে দেশ,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
জাগে খুশির রেশ।