বাসু দেব নাথ
চৈত্রের আকাশে বৈশাখের আভা
উদিত সূর্য আজ হাসিতে মাখা,
নতুন ভোরে আজ নতুন এক উৎস
সকল দৃশ্য বলে শুভ নববর্ষ।
করবে হলুদ আর নিমের বৈশাখ স্নান
মেলা মঞ্চে গাইবে আজ ভাটিয়ালি গান,
মাঠে, হাটে, গঞ্জে বসবে নানান মেলা
সবাইতো দেখবে জব্বারের বলি খেলা।
দূরে যাবে আজ সকল অশুভ বার্তা
পান্তা ইলিশে খাবে আলুপোড়া ভর্তা,
যাবে গড়িয়া আকঁবে মুখে নকশা যত
কিনবে মৃৎ-পুতুল আর টেরাকোটা কত।
গাথঁবে মালা কেওড়া ফুল আরো বিশেষ
করবে স্বাগত শোভাযাত্রা আনন্দ অশেষ,
বৈশাখ তনু জড়িয়ে রয় বাঙালিনী সব
বৈশাখ তো হল মোদের বাঙালি উৎসব।