ফেরদৌসী খানম রীনা
এসো হে বৈশাখ সাজাও প্রকৃতি নতুন সাজে,
নতুন বৈচিত্র আনো প্রকৃতির মাঝে।
সকল বাধা –বিঘœতা দূরে ঠেলে,
পরাজয় আর গ্লানি ভুলে।
এসো বৈশাখ কৃষাণ-কৃষাণীর জীর্ণ কুটিরে,
যেখানে স্নিগ্ধতা, মুগ্ধতা বিরাজ করে।
সকল মানুষ ধর্মের ব্যবধান ভুলে,
নতুন পোষাকে মিলেমিশে যাবে বটমূলে,
বালিকা ও রমণীরা নতুন সাজে যাবে মেলায়,
কাঁচের চুড়ি ও ফুলের মালা গলায়,
খাবে মুড়ি- মুড়কি আর পান্তা ইলিশ,
তবেই সবাই বাঙালি বলিশ!!
এসো বৈশাখ নতুন সূর্যের আলোকে,
সজীবতায়, সফলতায় নব ঝলোকে,
পুরাতন সব জড়া-জীর্ণতা ধুয়ে একসাথে,
নবচেতনায় সৌরভে গৌরবে আগামীর পথে।