হাসান ফখরুল
বৈশাখ মানে আম কাঁঠাল আর
নানান ফলে ভরা
বৈশাখ মানে ঝড়ের শেষে
হঠাৎ আবার খরা।
বৈশাখ এলে গরিব মানুষ
কষ্টে যে দিন গুণে
অনাহারে কাটায় বেলা
বসে ঘরের কোণে।
বৈশাখ এলে ছুটির দিনে
মামার দেশে যায়
মামার বাড়ি ফল বাগানে
নানান ফল যে খায়।
বৈশাখ মানে বাংলা জুড়ে
নতুন দিনের মেলা,
খুশির তালে নাগর দোলায়
যায় কেটে যায় বেলা।