হাসির ছলে

31

মিজানুর রহমান মিজান

বাঁকা ঠোঁটে হাসি দিয়া
চাঁদ বদনী রূপ দেখাইয়া
নয়ন ঠারে পাগল করিলে।।

রাঙা গাল ফুলাইয়া
মুচকি হাসি দিয়া
কোমর দোলে ঝুমুর তালে।।

অঙ্গ যেন চাঁদের জোছনা
মোহনীয় কামনা বাসনা
টোল পড়ে গালে হাসলে।।

চিকন চিকন দাঁতের সারি
আনমনা হয় ঘুরি ফিরি
মন কাড়ে তার হাসির ছলে।।