নববর্ষের আনন্দ

14

মিনহাজ উদ্দীন শরীফ

বৈশাখ এলো চৈত্র শেষে
গ্রাম গঞ্জে আজ;
শিশু কিশোর মিলেমিশে
করে নানান সাজ।

পান্তাভাত আর ইলিশ দিয়ে
ভোজন হয় যে ধুম;
নতুন বছর পেয়ে বাংলায়
চোখে হারায় ঘুম।

গাছের ডালে হরেক পাখি
ডাকে মিষ্টি সুরে;
ইচ্ছা করে পাখির বেশে
হারিয়ে যাই দূরে।

চতুর্দিকের ফুলের সুবাস
ভরিয়ে দেয় পাণ,
খাল পেড়িয়ে মাঠে গেলো
ধানের আসে ঘ্রাণ।

হাফিজ সোনা বায়না করে
গ্রামের মেলায় যেতে;
নিজের টাকা জমা রেখে
মামার টাকায় খেতে।