ছাতক উপজেলার প্রতাপপুর গ্রামের এক অসহায় মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান করেছে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট। এ অসহায় পিতার টাকার অভাবে মেয়ের বিয়ে দেয়া সম্ভব হচ্ছিলো না, বিধায় এ অবস্থায় ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের নেতৃবৃন্দ এবং দরিদ্র ঐ পিতার মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান করেন।
এতে প্রধান অতিথি ছিলেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল।
ক্লাব প্রেসিডেন্ট রোটা: আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্লাবে এ্যাসাইন ডেপুটি গভর্ণর পিপি মো. কবির উদ্দিন, এ্যাসাইন এ্যাসিস্টেন্ট গভর্ণর মো. আজিজুর রহমান, পিপি আনোয়ার মজিদ চৌধুরী, পিপি নজির আহমদ আজাদ, আই.পি.পি তৌফিক বকস, রোটা: আহসান আহমদ খান, রোটা: আখতার চৌধুরী রুবেল, রোটা: ইলিয়াছুর রহমান, রোটা: আব্দুল বাছিত, রোটা: দেওয়ান রুশো চৌধুরী, রোটা: এড. আজিম উদ্দিন, রোটা: এনাম আহমদ, রোটা: রাহাত আফজা মিলি, রোটা: সুলতানা চৌধুরী, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি