শিপন আহমদ ওসমানীনগর থেকে :
নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজে দীর্ঘ দিন যাবৎ প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্যের মধ্যকার সৃষ্ট বিরোধ আপোষে নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তি বৈঠকে কলেজ পরিচালনার জন্য বেসকারি কলেজ বিশ্ব বিদ্যালয় নীতিমালা অনুযায়ী ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীদের উন্নত লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে কলেজ সংশ্লিষ্ট এলাকাবাসী ঐক্যমত পোষণ করেন। গতকাল বৃহ¯পতিবার কলেজ ক্যাম্পাসে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন, স্থানীয় মুরব্বী তখলিছুর রহমান। এতে উপস্থিত ছিলেন, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক চেয়ারম্যান আফম শামীম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, গহরপুর এসোসিয়েশনের সভাপতি অত্র কলেজের দাতা সদস্য মোঃ আবুল মিয়া, মোরার বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, নর্থ বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন, আব্দুল মন্নান, আব্দুল কাদির, আবু আহমদ সাহিব, আব্দুল মানিক, আব্দুল জলিল, ভূমি দাতা সদস্য সাইস্তা মিয়া, কলেজের অধ্যক্ষ মো: মোস্তফা মিয়া, স্থানীয় সমাজকর্মী বাবরু মিয়া, হাজী আব্দুস শহিদ, ফারুক মিয়া, মুহিবুর রহমান, আব্দুস শাহাদত লোকন, আলহাজ্ব হাবিবুর রহমান, আব্দুল নূর, আব্দুল বাছিত, আব্দুল হান্নান, নজরুল ইসলাম। প্রসঙ্গত, সম্প্রতি নর্থ বালাগঞ্জ কলেজের উন্নয়ন কাজকে কেন্দ্র করে প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন ও দাতা সদস্য মো: সাইস্তা মিয়ার মধ্যে মত বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষ সংশ্লিষ্ট দফতরে পরস্পর বিরোধী দায়িত্বহীনতার অভিযোগ তুলে ধরা হয়। এমতাবস্থায় সালিশানদের উদ্যোগে একাধিক বার বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের মধ্যকার বিরোধ আপোষে নিষ্পত্তি করা হয়। এই বৈঠকে সর্ব সম্মতিক্রমে আমীর হোসেন নূরুকে সভাপতি, হাজী সাইস্তা মিয়াকে দাতা সদস্য, হাবিবুর রহমান নেফুর ও আব্দুল কাদিরকে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং অত্র কলেজের অধ্যক্ষ মো: মোস্তফা মিয়াকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব গৃহিত হয়। এই কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে।