ওসমানীনগরে বৃদ্ধ ইলিয়াস হত্যা মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার ॥ হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও দা উদ্ধার

27

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর বৃদ্ধ ইয়ালিছ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামী বশির আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার মিঠাবরাং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নিজ কুরুয়া গ্রামের ক্বারী আব্দুল মতিনের ছেলে। বশিরের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল মঙ্গলবার থানা পুলিশ বিশ্বনাথ এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকার পুকুর থেকে একটি দা উদ্ধার করা হয়। ওসমানীনগর থানার এসআই মুমিনুল ইসলাম পিপি এম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বশিরকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে। সে হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে কুরুয়া এলাকার পেট্রোল পাম্পের কাছে সিলেট থেকে ফেরার পথে ছুরিকাঘাত করে খুন করা হয় খাপন গ্রামের বাসিন্দা ইয়ালিছ মিয়াকে। এ ঘটনায় গুরুতর আহত হন ইলিয়াস মিয়ার ব্যবহৃত প্রাইভেট কার চালক কামরুজ্জামান। এ ঘটনায় দায়ের করা মামলায় বিভিন্ন সময়ে কয়েকজনকে প্রেফতার করা হলেও মামলার অন্যতম আসামী বশির আহমদ পলাতক ছিলেন।