ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের গোবিন্দগঞ্জে পণ্য ও হস্তশিল্প মেলায় দর্শনার্থীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ ব্যাক্তি আহত হয়েছে। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত জাকির হোসেন ও সুজন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হস্তশিল্প মেলায় দর্শনার্থী গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের দিগলী চাকলপাড়া গ্রামের পারভেজ আহমদ ও রামপুর গ্রামের ইমন মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে দু’ গ্রামের লোকজন ইট-পাঠকেল নিয়ে ট্রাফিক পয়েন্ট সংলগ্ন সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫জন আহত হলে ২ জনকে সিলেট হাসপাতালে ও অনান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের কারণে প্রায় একঘন্টা ছাতক-সিলেট ও সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে থানার এসআই অরুপ সাগর, শামীম অকঞ্জী ওএএস আই মহি উদ্দিনঘ টনাস্থলে পৌছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা বিষয়টি আপোষ নিষ্পত্তির চেষ্টা করছেন।