কাজির বাজার ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তিনটি ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায়। নোটিশে বলা হয়, আধুনিক বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উদ্যাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কর্মসূচি পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অর্জন নিয়ে সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে তা ইমেইল ঠিকানা- ২৮ংবঢ়ঃবসনবৎফংযব@মসধরষ.পড়স- এ আগামী ২৭ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে প্রেরণ করবে।
এতে আরও বলা হয়, ক বিভাগে ৬ষ্ঠ-৮ম শ্রেণির জন্য চিত্রাঙ্কনের বিষয়- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছ। খ বিভাগে ৯ম- ১০ শ্রেণির জন্য চিত্রাঙ্কনের বিষয়- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন। গ. বিভাগে একাদশ- দ্বাদশ শ্রেণির চিত্রাঙ্কনের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ।