ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী আটক, মামলা ও জরিমানা

13

স্টাফ রিপোর্টার :
সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি এবার মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন। নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গতকাল বুধবার নগরীর মেন্দিবাগ এলাকায় নিবন্ধনবিহীন মোটরযান এবং যানবাহনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
বেলা ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও সহকারী কমিশনার মো. হেলাল চৌধুরী। বিআরটিএ এর মোটরযান পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে পরিচালিত অভিযানে যানবাহনের লাইন্সেস, ফিটনেস সার্টিফিকেট সহ বৈধ কাগজপত্র এবং হেলমেট না থাকার অভিযোগে ১০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। একই সাথে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা ও ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী একজনকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। সড়কের শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনবিহীন মোটরযানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।