স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বদলি করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়।
বর্তমানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন বিধায়ক রায় চৌধুরী। গত ৭ সেপ্টেম্বর তাঁকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়। এর আগে ২০১৮ সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে যোগ দেন বিধায়ক রায় চৌধুরী।
বিধায়ক রায় চৌধুরীর জন্ম সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে। নিজ এলাকায় ১৯৮০ সালে এসএসসি পাস করে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এমসি কলেজ থেকে এইচএসসি ও অর্থনীতি বিষয়ে অনার্স পাস করেন। ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে কৃতিত্বের সাথে মাস্টার্স পাস করেন বিধায়ক রায় চৌধুরী।
১৯৯০ সালে অর্থনীতির শিক্ষক হিসেবে চাকরিজীবন শুরু করেন বিধায়ক রায়। ১৯৯৪ সালে ১৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে রাজশাহী কালেক্টরেটে যোগ দান করেন তিনি। পরে তিনি বিভিন্ন জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, ডিডিএলজি, উপজেলা নির্বাহী অফিসার এবং সিসিকে আসার আগে মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।