বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিলের প্রেসিডেন্টের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় ॥ বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের ভূমিকা রাখার আহবান

48

অদম্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের পজেটিভ ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে ধরতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে। এখন আর সেই আগের বাংলাদেশ নেই। বাংলাদেশ অনেক বদলে গেছে এবং ২০৪১ সালে অর্থনৈতিকভাবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার কাজ করছে। প্রবাসীদের নতুন প্রজন্ম যাতে বাংলাদেশের প্রতি আকৃষ্ট হয় সেই ভূমিকাও পালন করতে হবে বর্তমান প্রজন্মকে।
গতকাল সন্ধ্যায় চেম্বার কনফারেন্স হলে কানাডাস্থ বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিলের প্রেসিডেন্ট ও দেশবার্তার চীফ এডিটর দীপক ধর অপু’র সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপক ধর অপু বলেন, প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে দেশে। তিনি বলেন, কানাডা প্রবাসী সেকেন্ড জেনারেশন এখন সবক্ষেত্রে খুবই ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দিতে আমরা ভূমিকা রাখছি, যাতে তারা পূর্ব পুরুষদের শেকড়ের কথা ভুলে না যায়। তিনি সিলেট চেম্বারের সাথে মেলবন্ধন সৃষ্টি করে নতুন প্রজন্মের কাছে পজেটিভ বাংলাদেশের ধারণা তুলে ধরবেন বলে উল্লেখ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক পিন্টু চক্রবর্তী, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুকির হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, সিলেট স্টেশন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জামাল ইয়াকুব, সময় টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দ্বীগেন সিংহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাস এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি