ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘদিন থেকে কারান্তরীণ, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। মঙ্গলবার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট জেলা বিএনপি ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে দীর্ঘদিন কারান্তরীণ হয়ে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা ও দ্রুত মুক্তি কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুরমান আলীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা সহ-সভাপতি আলহাজ্ব মকন মিয়া চেয়ারম্যান, একেএম তারেক কালাম, জালাল উদ্দিন চেয়ারম্যান, ফখরুল ইসলাম ফারুক, জেলা উপদেষ্টা শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ময়নুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো: আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, যুববিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, ধর্ম সম্পাদক আল মামুন খান, মৎস্য সম্পাদক আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, সহ-আইন সম্পাদক আমিন উদ্দিন আহমদ, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা সাদিকুর রহমান, বিএনপি নেতা এনামুল হক মাক্কু, দিলোয়ার হোসেন জয়, সিরাজুল ইসলাম সিরাজ, এনামুল কবির বাদশা, ফয়েজুর রহমান ফয়েজ, মোজাহিদুল ইলাম জাহাঙ্গীর, আজাদ মেম্বার, জসিম উদ্দিন, আবুল খায়ের, আব্দুল কাদির, মুহিবুর রহমান, নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, যুবদল নেতা মঈন উদ্দিন, ছালিক আহমদ, এনামুল হক শামীম, ওসমান গণি, সালাহ উদ্দিন রিমন, শাহেদ আহমদ, রায়হান আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, ছাত্রদল নেতা মাসরুর রাসেল, হোসাইন আহমদ, দেলোয়ার হোসেন, জঈন উদ্দিন, আলী আকবর রাজন, দুলাল রেজা, আশরাফ আলী রাজিব, তাজুল ইসলাম সাজু, আফজাল হোসেন, সুন্দর আলী ও নাঈম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি