নিয়োগপত্র, পরিচয়পত্র ও মজুরী বৃদ্ধির দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ

22

নিয়োগপত্র, পরিচয়পত্র ও নিম্নতম মজুরী ২০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট-১৯৩৩ এর উদ্যোগে গত ৩১ মার্চ রবিবার বিকাল ৪টায় নগরীর রেজিস্ট্রারী মাঠে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, বাগবাড়ী পয়েন্টে ঘুরে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির এর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ মনির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, সাংঠনিক সম্পাদক ইমান আলী, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ আহমদ ভুইয়া, প্রচার সম্পাদক ফজলুর রহমান সাজু, শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া, জালালাবাদ থানা কমিটির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম সুমন, তালতলা আঞ্চলিক কমিটির সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন, বাবনা আঞ্চলিক কমিটির সভাপতি শাহীন মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সভাপতি মোঃ বিলাল, সহ সাধারণ সম্পাদক মোঃ রাজু, মোঃ ফয়ছল আহমদ, মোঃ মুমিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সহ সভাপতি মোঃ আফজাল, সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তার বলেন, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট, নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, বেতনের সমপরিমাণ বছরে ২টি উৎসব বোনাস, মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ শ্রম আইন বাস্তবায়ন করার জোর দাবী জানান। বক্তরা আরো বলেন, আসন্ন আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস তথা মহান মে দিবসে খানাদানা সহ স্ববেতনে সর্বাত্মক ছুটি প্রদান, আসন্ন রমজান মাসে শ্রমিক ছাটাই বন্ধ ও বকেয় বেতন ও বোনাস প্রদানের দাবী জানান। বিজ্ঞপ্তি