কেমুসাস বইমেলার সপ্তম দিন ॥ বিতর্ক পরমতসহিষ্ণুতা চর্চার অন্যতম মাধ্যম

59
কেমুসাস বইমেলার সপ্তম দিনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিসিবির পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিতর্ক ও যুক্তিচর্চার মাধ্যমে মানুষের যৌক্তিক মনোভঙ্গির বিকাশ ঘটে। মানুষ অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠে। বিতর্ক মানুষকে সহিষ্ণু করে। বিতর্ক একটি শিল্প। এর মাধ্যমে অনেক সত্য উঠে আসে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর দরগাহ গেইটে কেমুসাস বইমেলার সপ্তম দিনে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার ক’ ও খ’ গ্র“পের সেমি ফাইনাল ও ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কেমুসাস বইমেলা উপকমিটির সদস্য কবি ও গবেষক সৈয়দ মবনুর সভাপতিত্বে ও প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর উপদেষ্টা ফিদা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিসিবির পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষিব্যাংক খাজাঞ্চি শাখার ব্যবস্থাপক মীর ফয়সাল আলী, তরুন গবেষক কিশোয়ার মোশাররফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কার্যকরি পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বিতর্ক আমাদের মধ্যে পরমতসহিষ্ণুতা চর্চার অন্যতম মাধ্যম। বিতর্কের জন্য এমন কিছু বিষয় নির্ধারণ করা হয় যার পক্ষ ও বিপক্ষে উভয় ক্ষেত্রেই যুক্তি উপস্থাপনের সমান সুযোগ থাকে। তাই আমরা প্রতিকুল অবস্থায়ও প্রতিপক্ষকে কিভাবে সুন্দর ভাষায় উত্তর দেয়া যায় তা চর্চা করতে পারি এই বিতর্ক প্রতিযোগিতাগুলোর মাধ্যমে। আশা করি আপনাদের মত বিতার্কিকদের হাত ধরে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব। বিজ্ঞপ্তি