আটাবের কর্মবিরতি ও শান্তিপূর্ণ গণঅবস্থান পালিত

40

গতকাল ২৫ মার্চ সোমবার এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চল এর পূর্ব ঘোষিত ৬ দফা দাবীর মধ্যে বিমানের আসন প্রাপ্তিতে দুর্ভোগ, উচ্চমূল্যে আসন প্রদান, যাত্রী হয়রানী বন্ধ, প্রবাসীদের বিমান কর্তৃক অবহেলা ও হয়রানী বন্ধকরণ, বিমানের টিকিট বন্টনে মূল্যে বৈষম্য বন্ধকরণ, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট সহ ৬ দফা দাবীর প্রেক্ষিতে ঘোষিত সিলেট মজুমদারীস্থ বিমান অফিসের সম্মুখে কর্মবিরতি ও শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচী সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পালন করা হয়। উক্ত কর্মসূচী পালনের এক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ব্যবস্থাপক মো: হেলাল উদ্দিন ও সহ-ব্যবস্থাপক শাহনেওয়াজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসে আটাব নেতৃবৃন্দের সাথে দাবী দাওয়ার ব্যাপারে আলোচনার জন্য ১০ মিনিট তাঁর অফিসে চা চক্রের আমন্ত্রণ জানালে উপস্থিত আটাব সভাপতির নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন চেম্বার সভাপতি হাসিন আহমদ, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেত্রী রানা ফেরদৌস সহ প্রায় ১৫ সদস্যের প্রতিনিধি দল তাঁর অফিসে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনার এক পর্যায় ডিএমএস (ডিরেক্টর মার্কেটিং এন্ড সেলস্্) ঢাকা থেকে ফোনে সিলেট জেলা ব্যবস্থাপকের সাথে কথা বলে আগামী ৭ দিনের মধ্যে সিলেট এসে আটাব নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবেন এবং দাবীগুলোর একটি সুন্দর সমাধান দেওয়ার আশ্বাস প্রদান করেন। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বিমান জেলা ব্যবস্থাপক মো: হেলাল উদ্দিন ও আটাব সভাপতি মো: আব্দুল জব্বার জলিল কর্মসূচীতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে এক যৌথ বিবৃতি প্রদান করে সবাইকে এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বস্ত করেন এবং গতকালের কর্মসূচি আপাতত মুলতবি ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে আটাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আহমদ চৌধুরী ও সদস্য আলহাজ্ব জুনায়েদ আলী’র সঞ্চালনায় নি¤œ লিখিত বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি হাসিন আহমদ, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিলেট মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচাল মাহমুদ বক্্স রাজন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, মো: আব্দুর রহমান রিপন, সিলেট উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্র সভাপতি মিসেস রানা ফেরদৌস চৌধুরী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাদী পাবেল, দক্ষিণ সুরমা গণদাবী পরিষদ সভাপতি পংকি মিয়া, মধুবন মার্কেট সমিতির সহ-সাধারণ সম্পাদক আহমেদুর রব, মহানগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট জেলা গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, হাব সিলেট অঞ্চলের সেক্রেটারী জহিরুল কবির চৌধুরী শিরু সহ হাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ব্যবসায়ী পরিষদের সদস্য মো: কয়ছর আলী ও সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।
উক্ত কর্মসূচীতে কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউ এ ই এবং উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট সহ কয়েকটি সমাজ কল্যাণমূলক সংগঠন একাত্মতা পোষণ করেন। বিজ্ঞপ্তি