সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. এহছান এলাহী বলেছেন, শিশুরা হচ্ছে আমাদের দেশের আলোর অভিযাত্রী। শিশু কিশোরদেরকে সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের ভেতরের প্রাণ শক্তিকে জাগিয়ে তুলতে হবে। সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের জ্ঞান শক্তিকে বিকশিত করবে, তাদের মধ্যে প্রতিযোগিতার মনমানসিকতা বৃদ্ধি ঘটবে। বিশেষ করে তাদের দ্বারা আগামী দিনে দেশ নতুন আলোয় আলোকিত হয়ে উঠবে।
সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল শনিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত সংবর্ধনা ও শিশু কিশোর সাহিত্য প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্থার সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. মিছবাউল ইসলাম ও শিক্ষা-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাবিপ্রবির শিক্ষার্থী আসিফ আযহারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ঢাকা ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশিক উদ্দিন চৌধুরী, এম.সি.কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদুল হাসান, কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল লোকমান আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার এ.কে.এম ফজলুর রহমান, স্বাধীন বাংলা ডট কম ও মাসিক অর্থ ও চিকিৎসা বার্তার সম্পাদক মো.খয়রুল ইসলাম চৌধুরী।
মাওলানা যাদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল সিরাজুল ইসলাম(তারেক), সিলেট প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও কানাইঘাট কল্যাণ সংস্থার উপদেষ্টা এম.এ. হান্নান, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাইন আহমদ, নান্দিক নাহার মেমোরিয়াল একাডেমির প্রিন্সিপাল মাসুক মিয়া, সংস্থার সহসভাপতি সেলিম আহমদ চৌধুরী, আমিনুর রশীদ (রিয়াদ)।
সংস্থার উদ্যোগে কানাইঘাট উপজেলার ৬০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এর মধ্যে ১০০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন সংস্থার সহ সভাপতি মো. আমিনুর রহামন, মো. আবুল কাশেম ও মো.নাছির উদ্দিন, মো.যাদুল আহমদ চৌধুরী, মো.আলাউর রহমান, মো.জসিম উদ্দিন, মৌলভী মো.আবু সাইদ, মো.আশিকুর রহমান, মো.আব্দুস সাকুর, মো.মাহফুজুর রহমান রাসেল, মো.তাজ উদ্দিন, মো.বজলুর রহমান, সালমান রহমান তারেক, ডা.মো.আরাফাত রানা, মো.হুমায়ূন কবির।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. হারুনুর রশীদ বলেন, কানাইঘাট শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। আমরা সবাই একটি স্বপ্ন নিয়ে সামনের দিকে এগুচ্ছি। শিশু কিশোরদের মধ্যে মেধা শক্তিকে জাগিয়ে তুলার জন্য সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থার যে মহৎ কাজের উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়।
অনুষ্ঠানের শেষে শিশু কিশোর সাহিত্য প্রতিযোগি বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি