আসলো বিজয় শেষে

99

হাফেজ আহমেদ রাশেদ

একাত্তরের মার্চ মাসেতে
দেয় মুজিবে ডাক,
সেই ডাকতে সাড়া দিলো
দামাল ছেলের ঝাঁক।

বললো হেসে সবাই মিলে
করবো বাংলা জয়,
স্বাধীনতার স্বপ্ন বুকে
নেই তো কোনো ভয়।

গাইলো সবে একই সুরে
জয় বাংলারই গান,
দেশের তরে সঁপে দিলো
তাদের তাজা প্রাণ।

লক্ষ প্রাণের বিনিময়ে
আসলো বিজয় শেষে,
মুদল নয়ন বাংলা মা’য়ে
আনন্দেরই বেশে।