প্লাবিত মানবতা

90

কবির মাহমুদ

প্রতিদিন ভোরের সূর্যটা চোখের সুন্দর দৃষ্টিতে
তাকিয়ে দেখি দূর আকাশে
দীপ্ত তেজের ঝলমল আলোতে
মানুষের স্বপ্নগুলো উড়তে দেখি
উদিত সূর্যের লালীমায়।
দিন শেষে অস্তমিত সূর্যের সাথে হারিয়ে যায় গোধূলিক্ষণে অজস্র মানুষের রঙিন
ডানামেলা সেই স্বপ্নগুলো।

প্রতিদিন কাকেরা কা-কা শব্দতে
জানিয়ে দিয়ে যায়; অজস্র লাশের সংবাদ।
শকুনেরা বিলুপ্তির পথে হাঁটলেও
রক্ত মাংসের আড়ালে সু-সজ্জিত
কাপড়ের মুড়ানো ভাজে
অসংখ্য শকুনের ছাপ।

প্রতিদিন পৃথিবীর আকাশে বাতাসে
ভেসে আসে রক্ত নদের গন্ধ
রক্ত বন্যায় প্লাবিত আজ
পৃথিবীর মানবতা,
বাতাসের শো শো ধ্বনিতে
ভেসে আসে হাজার শোকের আর্তনাদ
বোবা কান্নায় স্তম্ভিত বিবেক
মুমূর্ষু হে অবাক পৃথিবী!