রুহুল আমিন রাকিব
বলছি আমি ছন্দ তালে
একটা দেশের জন্ম গানে
পাখ পাখালি তরুলতা
সবাই ভাসে খুশির বানে।
নয়তো কারো দয়ায় পাওয়া
এদেশ মাটি হিমেল হাওয়া
শতো শতো শহীদ ভাইয়ের
লাল রঙেরি রক্তে নাওয়া।
মায়ের চোখের জলের দামে
নীল বেদনার সেই সে খামে
বোনের চিৎকার নয়তো ভুলার
তাইতো বাবায় যুদ্ধে নামে।
শত্রুরা সব তেড়ে আসে
বাংলার জমিন রক্তে ভাসে
এমন সময় ডাক আসিলো
দূর্গ গড়ো আশে-পাশে।
এইতো সময় দেশ স্বাধীনের
ছেলো বুড়ো দাঁড়াও রুখে
পাক সেনাদের দাও হটিয়ে
ঠাঁই দিওনা বাংলার বুকে।
যুদ্ধ বাজে সেই সে ডাকে
মনটা কী আর ঘরে থাকে?
হাজার হাজার প্রাণের দামে
রক্ত লালে বাংলা আঁকে।
এমন করে ন’মাস শেষে
হঠাৎ একদিন সূর্য হাসে!
জন্ম নিলো সোনার বাংলা
একাত্তরের মার্চ মাসে।