কবির কাঞ্চন :
করিস যদি ঘুরেফিরে
বিপদগামীর কাজ
যা চলে যা বন্ধুরে তুই
আমায় ছেড়ে আজ।
তোর মনেতে না থাকিলে
দেশ ও দশের টান
যা চলে যা অচিন দেশে
ছেড়ে আমার স্থান।
তোর অন্তরে রয় না যদি
সৃষ্টিকর্তার ডর
যা চলে যা আস্তাকুঁড়ে
আমায় করে পর।
তোর বুকেতে না থাকিলে
কারোর জন্য মায়া
যা চলে যা এক্কেবারে
দেখব না তোর ছায়া।