দক্ষিণ সুরমায় অচিরে ফ্লাই ওভার ব্রীজ নির্মাণ করা হবে – মেয়র আরিফুল হক

28

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর প্রবেশ পথ ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা এলাকা। এই এলাকার অনেক ইতিহাস ও সুনাম রয়েছে। দক্ষিণ সুরমায় মিল-কারখানা, বিভাগীয় প্রশাসনিক দপ্তর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার সুনাম ও পরিচিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটে আগত পর্যটকরা হুমায়ুন রশীদ চত্বরের হোটেল আলী প্লাজায় শান্তিপূর্ণ ও মনোরোম পরিবেশে জানমালের নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সিলেট নগরীকে যানজটমুক্ত ও দুর্ঘটনা মুক্ত করতে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় শীঘ্রই একটি ফ্লাই ওভার ব্রীজ নির্মাণ করার আশ^াস প্রদান করেন।
মেয়র আরিফ গত ১৪ এপ্রিল রবিবার রাতে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে হোটেল আলী প্লাজার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলী প্লাজার স্বত্ত্বাধিকারী হাজী মোঃ আছদ্দর আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক হুমায়ুন কবির লিটন ও সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ, চেম্বারের সাবেক পরিচালক এম.এ মান্নান, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলল ও প্যানেল মেয়র হাজী তৌফিক বকস লিপন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আজম খান। স্বাগত বক্তব্য রাখেন আলী প্লাজার পরিচালক ফয়ছল আহমদ আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার এর পরিচালক এহতেশামুল হক চৌধুরী ও মুকির হোসেন চৌধুরী, ব্যবসায়ী উস্তার আলী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আজমল বখত ছাদেক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, স্টার লাইট কলেজের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, আলীম ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান আলিমুস সাহাদত চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, হাজী নাসির উদ্দিন, ব্যবসায়ী নেছার আহমদ। এছাড়াও জেলা তাতীলীগের আহবায়ক আলমগীর হোসেন, সমাজসেবী ফখরুল ইসলাম মিয়া, ২৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি