সুনামগঞ্জের হালুয়ারঘাট বাজারে মিল ও দোকানে দু’দফায় অগ্নিসংযোগ

28

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের হালুয়ারঘাট বাজারে ব্যবসায়ী এরন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে দু’দফায় অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত হয়েছে। অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদেরকে আটক করার দাবী স্থানীয় জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এলাকাবাসী জানান, গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের দিন দিবাগত রাতে একদল দুর্বৃত্ত সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট গ্রাম নিবাসী মনির মিয়ার মালিকানাধীন জায়গার মধ্যে অবস্থিত মইনপুর গ্রাম নিবাসী ব্যবসায়ী এরন মিয়ার পরিচালিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ করে। এতে একটি মুদি দোকান, পোল্ট্রির দোকান, শুটকির দোকান, হোটেল, সেলুন ও ২টা কাঁচামালের দোকানসহ ৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাইভস্ম হয়ে যায়। সংবাদ পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণ করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জিয়াউল করিম ঘটনাস্থলে গিয়ে সরজমিন তদন্ত করেন। এ ঘটনার কিছুদিন যেতে না যেতেই উপজেলা নির্বাচনের পরের দিন ১১ মার্চ সোমবার দিবাগত রাত ৩টায় ব্যবসায়ী এরন মিয়ার মালিকানাধীন জাকিয়া সো-মিল, অটো রাইসমিল ও মসলা মিলের ক্ষতির উদ্দেশ্যে কাপড়ে কেরোসিন ঢেলে মিল ঘরের কোনায় আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্ত। ঘটনার পরপরই বাজারের পাহারাদার আব্দুল মনাফ অগ্নিসংযোগকারী দুর্বৃত্তকে ধাওয়া করলে অগ্নিসংযোগকারী পালিয়ে যায়। পরে পাহারাদারের খবরে বাজারের লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণ করেন। সংবাদ পেয়ে বুধবার সকালে জেলা পরিষদের মহিলা সদস্যা ফৌজিআরা বেগম শাম্মী ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খায়রুল হুদা চপল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আওয়ামীলীগ নেতা অমল কর, বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান মাস্তান শাহ, শওকত মিয়া, ইছব আলী, আব্বাস মিয়া, আবু তাহের, হাইয়্যূম মিয়া, সাবেক মেম্বার ফিরোজ মিয়া, আবু তাহের, মুজিবুর রহমান, আতাউর রহমান, আইয়্যুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, এরন মিয়া একজন ভালো ব্যবসায়ী তিনি সকলের আপদে বিপদে পাশে থাকেন। তার সাথে প্রত্যেক্ষভাবে কারো শত্র“তা নেই। নিজ যোগ্যতা বলেই তিনি সুনামগঞ্জ সদর মডেল থানা কমিউনিটি পুলিশ, হালুয়ারঘাট বাজার ব্যবসায়ী সমিতি, মেরিট কেয়ার কিন্ডার গার্টেন, খলিলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বেলাবরহাটির সভাপতি পদে এবং সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পদে মনোনিত ও নির্বাচিত হয়েছেন। কিন্তু বারবার তার মিল ও দোকানে আগুন লাগিয়ে কারা কোন উদ্দেশ্যে তার ক্ষতিসাধনে লিপ্ত হয়েছে তা তদন্ত হওয়া দরকার।